বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ। লিখছেন সত্তরের দশক থেকে। শেকড়সন্ধানী গবেষক হিসেবে সর্বমহলে সমাদৃত।
উনসত্তরের গণ-আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে পরিচিত। পলাশি থেকে শুরু করে একাত্তরের মুক্তিসংগ্রাম পর্যন্ত দেশের প্রতিটি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও সেই ইতিহাসের নায়কদের নিয়ে সৈয়দ আব্দুল্লাহ লিখেছেন অনেক গবেষণাধর্মী প্রবন্ধ-নিবন্ধ ও গ্রন্থ। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ হতে যাচ্ছে ‘সিলেটে বঙ্গবন্ধু’ নামক ইতিহাস ও গবেষণামূলক এই গ্রন্থটি। তিনি কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ বিদেশের কিছু সম্মাননা ও পুরস্কার।
সৈয়দ আব্দুল্লাহ সিলেট অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের জীবন্ত কিংবদন্তী বলা চলে। সিলেট ও তরফ অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ ‘তরফরত্ম’ উপাধি পেয়েছেন। ঐতিহ্যবাহী তরফ সাহিত্য পরিষদের তিনি সভাপতি। তাঁর জীবন ও কর্ম নিয়ে ব্রিটেনের জনপ্রিয় টিভি চ্যানেল ‘চ্যানেল-এস’ দীর্ঘ প্রামাণ্যচিত্র নির্মাণ করে প্রচার করেছে। জন্ম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী উত্তরসুর হাবিলীতে। বাংলা সাহিত্যের লালন-বিকাশ ও স্বাধীনতা আন্দোলনে এ পরিবারের মনীষাদের অবদান উপমহাদেশখ্যাত। বাংলা রম্যগদ্যের নির্মাতা বহুভাষাবিদ পণ্ডিত, কালজয়ী কথাসাহিত্যিক ড. সৈয়দ মুজতবা আলী এই পরিবারেরই কৃতিসন্তান।
মানুষ গড়ার কারিগর শিক্ষকতার মহান পেশা থেকে অবসর গ্রহণ করে পেনশনের সমুদয় অর্থ দিয়ে ছাপিয়েছেন নিজের লেখা বেশ কিছু ঐতিহাসিক গবেষণাগ্রন্থ ও গড়ে তুলেছেন সমৃদ্ধ পাঠাগার। দেশপ্রেম ও সাহিত্যের জন্য তাঁর এই বিরল ঘটনা যুগে যুগে সাহিত্যসেবী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে।
কর্ণেল (অব.) শাহ আবিদুর রহমান
পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট