১১ই অক্টোবর ২০০০ সালে জন্ম। মানিকগঞ্জের বাড়াই ভিকরা গ্রামে। স্কুল পেরিয়ে হাইস্কুল নানাবাড়িতে। মানিকগঞ্জেই। সদিচ্ছারই স্কুলকে বিদায় জানান। ভর্তি হন স্থানীয় দ্বীনি বিদ্যাপিঠ আবু হুরায়রা (রা:) মাদরাসায়। নববী প্রজ্ঞার উদগ্র অন্বেষা তাকে ঢাকা নিয়ে আসে। জামিয়া রাহমানিয়া আরাবিয়ার কোলে শুরু হয় তার ঢাকার জীবন। সেখান থেকেই পান লেখালেখির প্রথম পাঠ। ছড়া দিয়ে শুরু হলেও ব্যতিক্রমি ধারার আল্ট্রামর্ডান কিশোর কবিতায় প্রতি রয়েছে তার বিশেষ ঝোঁক। মৌলিক প্রবন্ধ-নিবন্ধের পাশাপাশি অনুবাদ সাহিত্যেও কাজ করে যাচ্ছেন নিরলস। বর্তমানে তিনি রাজধানীর ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপিঠ— ইমদাদুল উলূম ফরিদাবাদে দাওরায়ে হাদীস (মাস্টার্স) অধ্যায়নরত।