মোহাম্মদ শাহজাহান ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার চান্দরা গ্রামে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সালে ইংরেজি সাহিত্যে অনার্স এবং ১৯৭৮ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮০ সালে ব্ৰাহ্মণবাড়িয়া জেলার নবীনগর কলেজ (বর্তমানে নবীনগর সরকারি কলেজ) এ শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত। মূলত অনুবাদের পথ ধরেই সাহিত্যে তার যাত্রা শুরু। এখনো অনুবাদ করেই যাচ্ছেন। বিভিন্ন লিটল ম্যাগ ও সাহিত্য পত্রিকায় তার অনুবাদ ও মৌলিক লেখা প্রকাশিত হচ্ছে। ''বর্ণহীন পাণ্ডুলিপি” লেখকের প্রথম প্রকাশিত মৌলিক গ্রন্থ।