নঈম সিদ্দিকীর জন্ম ১৯১৬ সালের ৫ জুন ব্রিটিশ ভারতের পাঞ্জাবের চকওয়ালে।তিনি বাড়িতে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং তারপর খানপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। তিনি উলুম-ই-ইসলামিয়া (ইসলামী ধর্মীয় বিজ্ঞান প্রতিষ্ঠান) থেকে মোলভী ফাজিল সম্পন্ন করেন এবং এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর থেকে আ আরবী ও ফারসি সাহিত্যে "মুন্সী" (স্নাতক) এবং মুন্সী ফাজিল (যা সে সময় মাস্টার্স ডিগ্রীর সমতুল্য ছিল) ডিগ্রী লাভ করেন।