জুমুআর বয়ানে সমকালিন বিশ্ব ’ - এর লেখক মুফতী মুহাম্মদ জাহীদুল ইসলাম বাগেরহাট জেলার মােল্লাহাট থানাধীন উদয়পুর গ্রামে এক দীনদার মুসলিম পরিবারে ১৯৬৭ সালের ২ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন । স্থানীয় জামিয়া হালিমিয়া উদয়পুর মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা সমাপন করেন । অতঃপর ঢাকাস্থ মালিবাগ জামিয়া ও জামিয়া দীনিয়া শামসুল উলুমে হিফজসহ দরসে | নিজামির মিশকাত জামাত পর্যন্ত লেখাপড়া করেন । ১৯৯২ সালে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বাের্ডের অধীন জামিয়া মাদানিয়া বারিধারা থেকে ১ম শ্রেণিতে দাওয়ায়ে হাদীস পাশ করেন । ১৯৯৩ - ১৯৯৪ সালে উপমহাদেশের ইসলামী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ হতে ১ম শ্রেণিতে দাওরায়ে হাদীস ও ইফতা ’ র সনদ লাভ করেন। দারুল উলুম দেওবন্দ থেকে প্রত্যাবর্তনের পর ১৯৯৫ সালে মৌলভীবাজার জেলার দারুল উলুম মাদরাসায়। মুহাদ্দিস হিসেবে অধ্যাপনার কাজ শুরু করেন। ১৯৯৬ সাল থেকে অদ্যাবধি জামিয়া দীনিয়া শামসুল উলুম মতিঝিল ঢাকা -এর সিনিয়র। মুহাদ্দিস ও বাসাবাে বাগিচা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।