নিকানাের পাররা। চিলিয়ান কবি ও গণিতবিদ। জন্ম ১৯১৪ সালের ৫ সেপ্টেম্বর। মৃত্যু ২০১৮ সালের ২৩ জানুয়ারী (১০৩ বছর বয়সে)। এন্টি-পােয়েট্রি ধারণা উনারই তৈরি করা। ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ কবি উনি। নিজেকে উনি এন্টি-পােয়েট বলে পরিচয় দেন এবং ল্যাটিন আমেরিকার প্রচলিত কবিতাধারা উনি ডিসলাইক করেন। নিকানাের পাররার বােন ভায়ােলেতা পাররাও একজন জনপ্রিয় ফোক শিল্পী ছিলেন। পাররার। উলেখযােগ্য বইয়ের মধ্যে আছে পােয়েমস এন্ড এন্টিপােয়েমস, স্যালন ভার্সের্স, রাশিয়ান সংস, দ্য স্ট্রেইটজ্যাকেট, আদার পােয়েমস, আর্টিফ্যাক্টস, জোকস টু মিসলিড দ্য পুলিশ, ইকোপােয়েমস ইত্যাদি।