বর্তমান সময়ে বাংলাদেশে যে ক’জন বিখ্যাত অনলাইন ব্যক্তিত্ব রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন সোলায়মান সুখন। জীবনে বর্তমান পর্যায়ে আসতে অনেক কষ্টের শিকার হওয়ায় তিনি তাঁর নিজের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষকে মোটিভেশন দেয়া শুরু করেন এবং একসময় দেশের অন্যতম সেরা মোটিভেশনাল স্পিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সোলায়মান সুখন ১৯৮০ সালের ২০ ফেব্রুয়ারি যশোর সেনানিবাসে জন্মগ্রহণ করেন। পিতা সাবেক সেনাসদস্য আব্দুল ওয়াদুদ এর চাকরির সুবাদে তাঁর পরিবার কোথাও থিতু হতে না পেরে বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে কাটিয়েছে। প্রবল অর্থকষ্টে থাকার পরও স্কুল শিক্ষিকা মা সামসুন নাহার খন্দকারের আপ্রাণ প্রচেষ্টায় লেখাপড়া চালিয়ে যান তিনি ও তাঁর ভাই-বোনেরা। অবশেষে ১৯৯৫ সালে মাধ্যমিক ও ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি এবং সাথে সাথেই বাংলাদেশ নেভাল একাডেমিতে যোগ দেন একজন অফিসার ক্যাডেট হিসেবে। ২০০০ সালে কমিশনপ্রাপ্ত হয়ে একজন সাব লেফটেন্যান্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিলেও কিছুদিন পর তিনি ঐ চাকরি ছেড়ে দেন, স্বাধীনচেতা মানসিকতার হওয়ায় এবং সামরিক জীবন ভালো না লাগায়। তখন মাত্র ৭০০ টাকা নিয়ে তিনি ঢাকায় আসেন ও জীবনযুদ্ধে জড়িয়ে পড়েন, আর তাঁর জীবনের এসকল গল্পই তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বলে থাকেন তাঁর মোটিভেশনাল স্পিচসমূহে। ২০০৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে ভর্তি হন এবং এখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরি করেন এবং বর্তমানে কাজ করছেন 'আমরা নেটওয়ার্কস' এর প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে। ২০০৮ সাল থেকে তিনি ফেসবুক ও অন্যান্য মাধ্যমে হাস্যরসাত্মক ও অনুপ্রেরণাদায়ক ভিডিও ও কন্টেন্ট শেয়ার করা শুরু করেন। একসময় শুধু অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি ও এই বিষয়ক লেখালেখি পোস্ট করা শুরু করেন তিনি এবং বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে মোটিভেশনাল স্পিকার হিসেবে খ্যাতি লাভ করেন। মানুষকে অনুপ্রেরণা জোগাতে তিনি এখন লিখছেন বইও। সোলায়মান সুখন এর বই সমগ্রও মানুষকে অনুপ্রেরণা জোগাতে রাখছে ভূমিকা। তাঁর লেখা বইটি হলো 'মস্তিষ্কের ক্যানভাস'। সোলায়মান সুখন এর বই সমূহ এর সংখ্যা একটি হলেও তিনি ভবিষ্যতে আরো লিখবেন আশা করা যায়। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে সুখে দিনযাপন করছেন তিনি।