দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। পার্থিব জীবনকে কাজে লাগিয়ে আমাদের সংগ্রহ করতে হয় অনন্ত জীবনের পাথেয়। অনেক সময় আমরা বুঝতে পারি না, আখিরাতের উৎকৃষ্ট পাথেয় কোনগুলো; আর তা কীভাবে সংগ্রহ করতে হয়। যাপিত জীবনের নানান ব্যস্ততায় কখনো-বা আমরা হারিয়ে ফেলি উদ্যম। আখিরাতের পাথেয় সংগ্রহে নেমে আসে আলস্য ও শৈথিল্য। ‘আছে কোনো অভিযাত্রী?’ মূলত আলোর পথের যাত্রীদের জন্য একটি অনুপ্রেরণামূলক নির্দেশিকা। পাঠক এখানে পাবে উৎকৃষ্ট পাথেয়ের সন্ধান। এই বইয়ের নিবিড় অধ্যয়ন নির্জীব মনকে সজীব করে তুলবে। অলস হৃদয়কে ভরে দেবে অতুলনীয় উদ্যমে।
এই বইয়ে সন্নিবেশিত মূল্যবান নির্দেশনাসমূহ যেন আখিরাতের স্তূপীকৃত পাথেয়। পাশে ঘোড়া থামিয়ে মুসাফির একটি একটি করে তুলে নেবে প্রয়োজনীয় রসদ। যাত্রাপথে যখনই তাকে শৈথিল্য পেয়ে বসবে কিংবা আলস্য হাতছানি দেবে—তখন বইটির পাতা উল্টালেই সে পেয়ে যাবে তার কাক্সিক্ষত বস্তু, পূর্ণ হবে তার মনোবাঞ্ছা।
বেশি দূরে যেতে হবে না। আশা করি দুয়েক পাতা খুঁজতেই পেয়ে যাবে—যদি তার মনোবল দৃঢ় থাকে; হৃদয়ে যদি লালন করে ইসলামের সেবায় উৎসর্গিত হওয়ার দুর্নিবার আকাক্সক্ষা কিংবা আসমানের বিশালতায় তাওহিদের ঝান্ডা সমুন্নত দেখতে যদি সে ভালোবাসে।