কুরআন মুমিনের প্রেম, মুমিনের ব্যাকুল হৃদয়ের ভালোবাসা। কুরআন রবের সাথে মানবের সেতুবন্ধন। কুরআন রহমানের কালাম—নশ্বর ধরার বুকে ¯্রষ্টার অবিনশ্বর পয়গাম। কুরআন আঁধারে ঘেরা বিশ্বজগতের দীপ্ত সূর্য—যুগযুগান্তরে বিলিয়ে যায় হিদায়াতের আলোকপত্র। কুরআন মহিমান্বিত দূত জিবরিলের বয়ে আনা আসমানি আলো। কুরআন প্রিয় নবির জীবন্ত স্মৃতি, সহস্রাব্দের পথপরিক্রমায় বিশ্বমানবতার জাগ্রত রাহবার। কুরআন উদ্বাস্তু মানবজাতির বাস্তুভিটায় ফেরার অমূল্য মানচিত্র। আজ দেড় হাজার বছর পরেও কুরআন দিয়ে যায় মাতৃভূমি জান্নাতে ফেরার মধুমাখা ডাক।
মুসলিম উম্মাহর এই দুর্দিনে একমাত্র কুরআনুল কারিমই পারে উম্মাহকে উন্নতি ও অগ্রগতির পথে নিয়ে যেতে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা কুরআনকে ভুলে গেছি। কুরআনের সঠিক মূল্যায়ন করতে আমরা বরাবরই ব্যর্থ হয়েছি। তাই তো শতাব্দীব্যাপী লাঞ্ছনার পরও আমরা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছি মুক্তির নেশায়—কিন্তু মুক্তি যেন সদূর পরাহত। কুরআনকে অবহেলা করে কীভাবে আমরা মুক্তির স্বপ্ন দেখতে পারি?
আপনার হাতের বইটি কুরআনুল কারিম নিয়ে।… শাইখ আমর আশ-শারকাবি হাফিজাহুল্লাহ রচিত এই মূল্যবান বইটি আপনার হৃদয়ে সঞ্চারিত করবে কুরআনের ভালোবাসা, জোগাবে কুরআনের আলোয় আলোকিত হওয়ার অনুপ্রেরণা। কেবল উৎসাহ দিয়েই ক্ষান্ত হবে না, আপনাকে শেখাবে কুরআনের সাহচর্যে যাওয়ার এবং কুরআন থেকে উপকৃত হওয়ার কার্যকর পথ ও পন্থা।…
Reviews and Ratings
Please login for review