স্তুবাদ, নারীবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ আমাদেরকে যে ধর্মহীন সমাজ উপহার দিচ্ছে তার চাকচিক্য আমাদের মোহাগ্রস্থ করলেও প্রকৃতপক্ষে তা যে আমাদেরকে মনুষ্যত্বহীন প্রানীতে বিবর্তিত করছে তা আমরা টের পেতে অনেক সময় বেশ দেরী হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ্ অনেকের জন্য আল্লাহ্ এই উপলব্ধির রাস্তাকে সহজ করে দেন। ভোগবাদী এইসব সভ্যতার রাজপথ থেকে সম্পূর্ন একটা পরিবারের দ্বীনে ফীরে আসার উপাখ্যান নিয়েই এই বইটি।
শাইখ আহমাদুল্লাহর একটি লেকচার শুনেছিলাম বেশ কয়েকদিন আগে। সেখানে ভাল মানুষ হওয়ার যে কয়টা উপায় তিনি বর্ননা করেছেন তার মধ্যে “ভাল মানুষদের সাহচার্য” পয়েন্টটাকে তিনি বেশ গুরুত্ব দিয়েই উল্লেখ করেছেন। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং এই বইয়ের পাতায় পাতায় যেন সেই পয়েন্টের বাস্তব প্রতিফলন প্রমান হিসেবে পেয়েছি।
আধুনিকতার সমুদ্রে ভেসে যাওয়া আল্ট্রামডার্ন একটি পরিবারের দ্বীনে ফেরার গল্পটির কিছু অংশ আমায় আবেগাপ্লুত করে ছেড়েছে। কিছু মানুষের নিঃস্বার্থ প্রচেষ্টা, দোয়া, পরিশ্রম, জ্ঞান ও প্রজ্ঞা একটা পরিবার তথা সমাজে কিভাবে আমূল পরিবর্তন এনে দিতে পারে তার প্রেরণা পাওয়া যাবে বইটিতে।
এতো দ্রুতই বইটি শেষ হয়ে যাবে বিষয়টি মেনে নিতেও কষ্ট হয়েছিল। এমন বই বা গল্প খুব কমই পেয়েছি যা আমাকে দুনিয়ার সব ভুলিয়ে রেখে টেনে ধরে রেখেছে। যেহুতু বইটি গল্পের আদলে তৈরী তাই বেশী কিছু বলতে পারছিনা পাছে ‘স্পয়লার’ হয়ে যায়।
তবে যারা নিজ অথবা নিকটের পরিবারকে দ্বীনে ফেরানোর চেষ্টায় বিভোর তাদের জন্য বইটি সহায়িকা গ্রন্থ হিসেবে বেশ ভাল ভূমিকা রাখতে পারবে বলে দৃঢ় বিশ্বাস।