আমি মেস ছেড়ে রাস্তায় নেমে এলাম। রাতের বেলা সোডিয়াম লাইটের আলোয় রাস্তাগুলোকে প্রশস্ত দেখায়। সেই প্রশস্ত রাস্তা ধরে হাঁটলে অন্তরও প্রশস্ত হয়। নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাস্তা দিয়ে হাঁটার সময় “লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে থাকতেন। রাস্তার ডান পাশ ধরে হাঁটতেন। আমিও তা-ই করছি, রাস্তার ডান পাশ ধরে হাঁটছি আর নিজেকে বার বার স্মরণ করিয়ে দিচ্ছি, “আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।” বেশ ভালো লাগছে। সব ধরনের দাসত্বের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি। একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিচ্ছি। এর আনন্দ অন্যরকম। আর এই আনন্দ আরও বেড়ে যায়, যখন মাসজিদের বারান্দায়
নিজের ইলাহর সামনে দাঁড়ানোর সুযোগ হয়। আজকের রাতটা মাসজিদেই কাটাতে হবে। সকালে অনেক কাজ।
.
সকালে আবদুল্লাহর কি কি কাজ আর তাকে কেন্দ্র করে গড়ে ওঠা চমৎকার এক গল্পের সন্ধানে পাঠক আপনাকে আসতে হবে "সুবোধ এবং এই নগরী" বইয়ের কাছে।