প্রতিটি মানুষের ভিতর কিছু গুণ আছে। পরিচর্যা এবং অনুপ্রেরণার অভাবে সেগুলো দীর্ঘকাল সুপ্ত থেকে যায়। এই দিকে আমাদের সমাজে সমালোচকের সংখ্যা যত বেশি, উৎসাহ দানকারীর সংখ্যা ততই কম। অনুপ্রেরণা, উৎসাহদান, প্রশংসা নিজের বেলায় সবাই পছন্দ করলেও কেন যেন অন্যের বেলায় সেটাকে ছোট করে দেখে। এভাবে মানুষের প্রতিভা, ভাল কাজের স্বদিচ্ছা, দুর্গম পথ চলার সাহস থমকে দাঁড়ায়। বাবা-মা থেকে শুরু করে শিক্ষক, বন্ধুবান্ধব, কখনো প্রতিষ্ঠানে বস, অনেকেই হতাশার পেছনে অগ্রগামী ভূমিকা রাখে। কেউ মনের অজান্তে, কেউ-বা স্বপ্রণোদিত-ভাবে।
.
'তুমিও পারবে' বইটি ড. আইদ আল কারণী সেসব প্রতিভাবান পাঠকদের জন্যই লিখেছেন। যাদের সৎসাহস আছে গুনাহ ছেড়ে দেবার, তীব্র ইচ্ছা আছে সামনে এগিয়ে যাবার, দৃঢ় মনোবল আছে নিজের প্রতিভাকে সর্বোচ্চ ব্যবহারের, তাদের জন্যই তিনি এই বইতে সাজিয়েছেন কুরআন, সুন্নাহ, সীরাহ সহ বিভিন্ন গল্পের ডালা। এবং ছড়িয়ে দিয়েছেন অনুপ্রেরণামূলক কথার পশলা।