বর্তমান সময়ে সমাজে নারী ফিতনার ভয়াবহতা কতটা মারাত্নক, সবারই জানা। এই ধরনের ঈমান ও আমল জাগানিয়া একটি বই আমি মনে করি, নারী পুরুষ নির্বিশেষে অবশ্যই সবার পড়া উচিত, সাথে পরিবারের অন্যদেরকেও পড়ানো উচিত। বোনেরা বিশেষ করে অনেক উপকৃত হবেন চমৎকার প্রচ্ছদের এ বইটি থেকে, ইনশা আল্লাহ ! উম্মাহাতুল মুমিনীনদের কথাসহ প্রচুর সহীহ হাদিসের রেফারেন্সে সাজানো পুরো বইটি পড়ে যে কেউ নিজেদের ঈমান ও আমলের ঘাটতি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন, ইনশা'আল্লাহ। আন্তরিক দু'আ রইলো বইয়ের লেখক, অনুবাদক ও প্রকাশকের জন্যে।
বইয়ের শেষে লেখকের উদাত্ত আহ্বানের সাথে সুর মিলিয়ে বলতে চাই সকল বোনদের প্রতি - পর্দাহীনতা আর অশ্লীলতার ফাঁদে পড়ো না, বোন। টিভি, গান আর বিনোদনের দুনিয়ায় ডুবে থেকে লাগামহীন জীবন যাপন করো না। একজন মুমিনা, মুত্তাকি ও দাঈ হিসেবে দুনিয়ার জীবনটাকে সাজাও, আল্লাহ তা'আলার কাছে জান্নাতের মাঝে ঘর তোমাদেরও হবে, ইন শা আল্লাহ।
আল্লাহ সুবহানু ওয়া তা'আলা বলেন,
"ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের সহায়ক। তারা ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে। নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই উপর আল্লাহ তা'আলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।" [সুরা তাওবা ৯:৭১