হযরত আলী ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে মাসউদ মুআয ইবনে জাবাল,আবু দারদা, আব্দুল্লাহ ইবনে ওমর,আব্দুল্লাহ ইবনে আব্বাস,আনাস ইবনে মালিক, আবু হুরায়রা,আবু সাঈদ খুদরী রা,প্রমুখের সূত্রে বহু সনদে বিভিন্ন আঙ্গিকে আমাদের কাছে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মতের স্বার্থে তাদের দ্বীনি বিষয়ে 40 টি হাদিস মুখস্ত করবে আল্লাহ তাকে কেয়ামতের দিবসে ফুকাহা ও ওলামায়ে কেরামের আসরে পুনরুত্থিত করবেন। আবু দারদার অপর বর্ণনায় রয়েছে কেয়ামতের দিন আমি তার জন্য সুপারিশকারী ও সাক্ষ্যদাতা হব। অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ তাকে ফকিহ ও আলেম হিসেবে পুনরুত্থিত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর অপর বর্ণনায় রয়েছে তাকে বলা হবে তোমার অভিপ্রায় মোতাবেক জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করো।