আল কুরআন সর্বশেষ আসমানী কিতাব, যা মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মহানবী সা এর উপর অবতীর্ণ হয়।
মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের যাবতীয় সমাধান আল কুরআনে রয়েছে। এজন্য প্রতিটি মুসলমানের উচিত আল কুরআনকে নিজের ভাষায় বুঝে তার শিক্ষানুযায়ী ব্যাবহারিক জিন্দেগীতে প্রয়োগ করা। কিন্তু সমস্যা হলো আমাদের দেশের সামাজিক এবং শিক্ষা ব্যবস্থায় কুরআনের সঠিক শিক্ষাকে তুলে ধরার তেমন কোনো বাস্তব মাধ্যম নেই।
জীবনের সব ক্ষেত্রে আল কুরআনের বিধান মানতে হলে কুরআনের আসল বুঝ থাকা জরুরী। তার জন্য লেখক কুরআনের বাছাই করা কতগুলো অংশ থেকে দারসে কুরআন ৯টি খন্ডের সিরিজ রচনা করেছেন।