'উত্তর আফ্রিকার ইতিহাস সারা মুসলিম উম্মাহ তথা মিশর, ইরাক, সিরিয়া ও ইরাকসহ সারা মুসলিম বিশ্বে সংঘটিত ফিতনা-ফাসাদের সাথে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। সুতরাং আমরা ইতিহাস বর্ণনা করতে গিয়ে এক জাতির একাংশ বাদ দিয়ে কেবল অপর অংশের বর্ণনা করতে পারিনা।
এই বই পাঠকদের মিশরের রাখে যে ফেৎনা ইরাকের আহলুস সুন্নাহ মধ্যকার দ্বন্দ্বের কথা ব্যক্ত করুন আর এই দ্বন্দ্বের কথা কেবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সত্য উদঘাটনের জন্য উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এই বইটি দুই মহান মুসলিম সেনাপতি নুরুদ্দিন মাহমুদ ও সালাউদ্দিন আইয়ুবীর যুদ্ধ ও সংগ্রামী জীবনের মূল লক্ষ্য-উদ্দেশ্যও পরিস্ফূট করে দেবে।... এর পাশাপাশি বইটি নানান ফেতনা ও যুদ্ধ সংঘর্ষের ঐতিহাসিক ব্যাখ্যা-বিশ্লেষণ প্রদানের মধ্য দিয়ে জাতীয় সমাজ ও রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ তাআলার কর্ম নীতি ব্যাখ্যা করার চেষ্টা করবে।'