কখনও খাঁচায় বন্দি পাখি দেখেছেন? মনমরা, হতাশ চোখে ওই আকাশের দিকে তাকিয়ে থাকে? একটু উড়ে বেড়ানোর তৃষ্ণা বয়ে নিয়ে চলে বুকের ভেতর। কেউ হয়তো খাঁচা থেকে ছাড়া পায়, কেউ পায় না। খাঁচার মধ্যেই তড়পড়াতে থাকে প্রতিনিয়ত।
পর্নাসক্ত মানুষও ঠিক ওই খাঁচায় বন্দি পাখির মতোই। এই মানুষগুলোও অভ্যাসে বা ক্ষণিকের ভুলে একটা অদৃশ্য খাঁচায় আটকে গিয়েছে। তাকিয়ে আছে ওই খোলা আকাশের দিকে। এই মানুষগুলোও ওই নীল খাঁচা থেকে মুক্তি চায়, মানুষের পৃথিবীতে মানুষ হয়ে বাঁচতে চায়।
আসক্তি ছাড়ার সবচেয়ে উপায় হলো-পারিপার্শ্বিকতা বদলে ফেলা, একাকী জীবন থেকে বেরিয়ে আসা। পুরনো অভ্যাস ত্যাগ করতে হবে, নিজের আচার-আচরণেও পরিবর্তন আনতে হবে। এই বই আমাদের সেই পরিবর্তনের রূপরেখা আর পথটা বাতলে দেওয়ার কাজ করবে।
এই বইটির স্পেশালিটি হলো এটি আপনাকে কোনো আকাশকুসুম প্রতিশ্রুতি দেবে না। আপনাকে রাতারাতি আসক্তি থেকে বের করে নিয়ে আসার কোনো প্রতিজ্ঞাও এই বই করবে না। এই বই বরং আপনার অভ্যাসের মূলে হাত দেবে। আপনার অভ্যাসের মধ্যে যতগুলো অন্ধকার দরজা আছে, সেগুলো এক এক করে বন্ধ করবে। একই সাথে খুলে দেবে আরও নতুন নতুন দরজা—যে দরজা দিয়ে আপনি নতুন একটা পৃথিবী দেখতে পাবেন। আগের সেই অন্ধকারের গ্রহ থেকে নতুন একটা রঙিন পৃথিবীর সন্ধান দেবে।