নেক আমলই মুমিন জীবনের প্রকৃত লক্ষ্য। ইসলামী শরী‘আতে মুসলিম নর-নারীর জন্য নেক আমলের বাইরে কোনো তৎপরতা থাকার অবকাশ নেই। ইসলাম পরিপূর্ণ দীন হিসেবে ব্যক্তিগত-সমষ্টিগত, প্রত্যহিক-বিশেষায়িত যাবতীয় কর্মব্যস্ততাই নেক বা কল্যাণকর হিসেবে গণ্য। যদি তাতে র্শিকমুক্ত বিশুদ্ধ ঈমান-বিশ্বাস থাকে আর কর্মের নিয়ত যদি হয় মহান আল্লাহকে রাজি-খুশি করা। ঈমানের মূলধন নিয়ে কবরে যেতে পারলে আমলের ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে- মহান রবের অসীম দয়ায়। কিন্তু ঈমানহীন আমল কোনো কাজেই আসবে না। গ্রন্থের নামটি একটি বাক্যের সংক্ষিপ্ত রূপ। নেক আমল গুনাহ মার্জনার উসীলা হিসেবে কুরআন-সুন্নাহতে উল্লেখ আছে। উসীলা গ্রহণ করা না করার ইখতিয়ার নিরঙ্কুশভাবে আল্লাহ রাব্বুল আলামীনের হাতে। আমরা তাঁর দয়ার আশায়, তাঁর বিধান মতো, তাঁর প্রেরিত নবীর বাতলানো পদ্ধতিতে নেক আমল করবো- এটা আমাদের কাজ। নাজাত-নেয়ামত দেওয়া মনিবের হক। প্রিয়ভাই জনাব মুহাম্মদ হেদায়েতুল্লাহ বেশ মেহনত করে পাণ্ডুলিপিটি প্রস্তুত করেছেন। নেক-সংশ্লিষ্ট অনেক তথ্য দলীল-প্রমাণসহ পেশ করেছেন। তিনি ইলেক্ট্রনিক্স মিডিয়ায় ইসলামি অনুষ্ঠানে উপস্থাপক ও আলোচক হিসেবেও ইতোমধ্যে খ্যাতি অর্জন করেছেন। মহান আল্লাহ এই গ্রন্থসহ তার সকল খেদমত কবুল করুন।