সাইয়েদ কুতুব আধুনিক কালের মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল নক্ষত্র। জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর রাহে সমর্পন করার যে নজীর তিনি রেখে গেছেন তা বিরল। বহুমাত্রিক অবদানের কারণেই সাইয়েদ কুতুব বিশ্বব্যাপি পরিচিত। তিনি একাধারে ইসলামী চিন্তাবিদ ও প্রজ্ঞাবান লেখক হিসেবে সুপরিচিত। তাঁর মূল্যবান রচনাবলি ইসলামী সাহিতে নতুন মাত্রা যোগ করেছে। মনের মাধুরী মিশিয়ে, আবেগ উজাড় করে তিনি কুরআনের বিভিন্ন বিষয়কে যেভাবে পরিবেশন করেছেন তা যে কোনো সত্যানুসন্ধানীকে বিমুগ্ধ করবেই। সাইয়েদ কুতুব রচিত তাফসীর ‘ফী যিলালিল কুরআন’ কুরআনের ছায়াতলে আশ্রয়-প্রত্যাশীদের জন্য অনন্য পথ নির্দেশ। বাল্যকালে কুরআন হিফযের ঘটনা থেকে শুরু করে সাইয়েদ কুতুব শহীদ-এর জীবনের প্রতিটি পর্যায়ে কুরআনের মাঝে আকণ্ঠ ডুবে থাকার ইতিহাস পাঠ করলে মনে-প্রানে শিহরন জাগে। সমাজে আলাহর দীন প্রতিষ্ঠায় নিবেদিতপ্রান সাইয়েদ কুতুব অন্যায়ের কাছে মাথা নত না করার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তা আমাদের জন্য প্রেরণার বিষয়। তাঁর শাহাদাত বরণ ইতিহাসের একটি উলেখযোগ্য ঘটনা। সঙ্গত কারণেই সাইয়েদ কুতুব সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। বিভিন্ন সংকটকালে তিনি সংকির্ণতা ও দুনিয়াবী স্বার্থের উর্ধে উঠে যে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সাইয়েদ কুতুব শহীদ রাহেমাহুল্লাহর জীবন ও কর্ম বিষয়ক বাংলা ভাষায় রচিত এখানিই প্রথম পূর্ণাঙ্গ বই। সাইয়েদ কুতুব আধুনিক কালের মুসলিম উম্মার জন্য এক উজ্জ্বল নক্ষত্র। জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর রাহে সমর্পন করার যে নজীর তিনি রেখে গেছেন তা বিরল। বহুমাত্রিক অবদানের কারণেই সাইয়েদ কুতুব বিশ্বব্যাপি পরিচিত। তিনি একাধারে ইসলামী চিন্তাবিদ ও প্রজ্ঞাবান লেখক হিসেবে সুপরিচিত। তাঁর মূল্যবান রচনাবলি ইসলামী সাহিতে নতুন মাত্রা যোগ করেছে। মনের মাধুরী মিশিয়ে, আবেগ উজাড় করে তিনি কুরআনের বিভিন্ন বিষয়কে যেভাবে পরিবেশন করেছেন তা যে কোনো সত্যানুসন্ধানীকে বিমুগ্ধ করবেই। সাইয়েদ কুতুব রচিত তাফসীর ‘ফী যিলালিল কুরআন’ কুরআনের ছায়াতলে আশ্রয়-প্রত্যাশীদের জন্য অনন্য পথ নির্দেশ। বাল্যকালে কুরআন হিফযের ঘটনা থেকে শুরু করে সাইয়েদ কুতুব শহীদ-এর জীবনের প্রতিটি পর্যায়ে কুরআনের মাঝে আকণ্ঠ ডুবে থাকার ইতিহাস পাঠ করলে মনে-প্রানে শিহরন জাগে। সমাজে আলাহর দীন প্রতিষ্ঠায় নিবেদিতপ্রান সাইয়েদ কুতুব অন্যায়ের কাছে মাথা নত না করার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তা আমাদের জন্য প্রেরণার বিষয়। তাঁর শাহাদাত বরণ ইতিহাসের একটি উলেখযোগ্য ঘটনা। সঙ্গত কারণেই সাইয়েদ কুতুব সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি। বিভিন্ন সংকটকালে তিনি সংকির্ণতা ও দুনিয়াবী স্বার্থের উর্ধে উঠে যে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন, তা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সাইয়েদ কুতুব শহীদ রাহেমাহুল্লাহর জীবন ও কর্ম বিষয়ক বাংলা ভাষায় রচিত এখানিই প্রথম পূর্ণাঙ্গ বই।