আল-কুরআনুল কারীমের হাফেয হতে পারা কোনো মুসলিমের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। দীনী ইলম অর্জনের প্রথম সোপানই মূলত কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা ও হিফয করা। অত্র পুস্তিকায় শ্রদ্ধেয় শায়েখ, বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেয মাহমুদুল হাসান মাদানী একজন হাফেযে কুরআনের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করেছেন। এতে কুরআন হিফয করার ফযিলত ও হাফেযে কুরআনের মর্যাদা, গুণাবলি, দায়িত্ব-কর্তব্য ইত্যাদি শিরোনামে আলোচনা পরিবেশন করা হয়েছে। প্রথম প্রকাশের পর থেকেই গ্রন্থখানি সুধি পাঠকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান সংস্করণে মুহতারাম লেখকের বড় ছেলে মাসঊদুর রহমান নূর এতে কিছু বিষয় যুক্ত করেছেন এবং আদ্যোপান্ত দেখে দিয়েছেন। আশা করি, এবারে বইটি আরো সমৃদ্ধ হলো। আল-কুরআনুল কারীমের হাফেয হতে পারা কোনো মুসলিমের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত। দীনী ইলম অর্জনের প্রথম সোপানই মূলত কুরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা ও হিফয করা। অত্র পুস্তিকায় শ্রদ্ধেয় শায়েখ, বিশিষ্ট ইসলামিক স্কলার হাফেয মাহমুদুল হাসান মাদানী একজন হাফেযে কুরআনের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করেছেন। এতে কুরআন হিফয করার ফযিলত ও হাফেযে কুরআনের মর্যাদা, গুণাবলি, দায়িত্ব-কর্তব্য ইত্যাদি শিরোনামে আলোচনা পরিবেশন করা হয়েছে। প্রথম প্রকাশের পর থেকেই গ্রন্থখানি সুধি পাঠকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছে। বর্তমান সংস্করণে মুহতারাম লেখকের বড় ছেলে মাসঊদুর রহমান নূর এতে কিছু বিষয় যুক্ত করেছেন এবং আদ্যোপান্ত দেখে দিয়েছেন। আশা করি, এবারে বইটি আরো সমৃদ্ধ হলো।