এই পৃথিবী এক বস্তা আইডলে ভরা। তারা প্রত্যেকেই চায় আমরা যেন তাদের অনুসারী হই, তাদেরকে আপন করে নিই। কিন্তু যখনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকিছুকে আমাদের জীবনের সফলতা-ব্যর্থতা, সুখ-দুখ নির্ণয়ের এখতিয়ার দিই, তখন আমরা তার দাসে পরিণত হই। আমাদের জীবনের মূল্য সেটাকেই ঘিরে বাড়ে কমে। জীবনের সফলতা-ব্যর্থতা সবকিছু তার ওপর নির্ভর করে নির্ণয় করে সমাজ। আমাদের পুরো জীবনটা তার নিয়ন্ত্রণ চলে যায়। এক কথায় বললে, সে অধিপতিতে পরিণত হয়, আর আমরা তার দাসে; এবং বন্দী হই তার জেলখানায়।
.
কালের পরিক্রমায় নারীদের মূল্য বিবেচনার ক্ষেত্রেও এই অধিপতিরা বিভিন্ন রূপ ধরে আসে। সর্বপ্রথম এরা স্বাধীনতার বুলি শোনায়। দেখায় সমাজে সবাই বন্দী; বোঝায় কেবল তারাই স্বাধীন! বিবেক যখন কোনো কিছুতে বন্দী হয়ে যায়, সে ঠিক বেঠিক যাচাইয়ের ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু সে নতুনত্ব পছন্দ করে। এরা সর্বপ্রথম সেই অবলাদের নিয়ে কাজ করে। নতুনত্ব দ্বারা তাদের মনোযোগ আকর্ষণ করে। এক পর্যায় মানদণ্ড দাঁড় করায়। এবং এটা দ্বারাই সে যুগে নারীদের সফলতা-ব্যর্থতা বিবেচনা শুরু হয়।
.
বর্তমান মনস্তাত্ত্বিক যুদ্ধের কবলে আক্রান্ত নারী সমাজকে নিয়ে যে কয়েকজন আলিম দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম ড. মুহাম্মাদ ইবনু আব্দুর রহমান আরিফী। 'হে বোন জান্নাত তোমার প্রতীক্ষায়' বইটি তিনি সেই বোনদের উদ্দেশ্যেই লিখেছেন।