আজকে বিবাহিত ভাই বোনদের কে নিয়ে কিছু কথা বলব। প্রিয় ভাই ও বোনেরা বৈবাহিক জীবনে আল্লাহকে ভয় করুন। আপনাদের বৈবাহিক জীবনটাকে নিয়ে একটু চিন্তা করুন। আজকে আমাদের সমাজে এমন অনেক দাম্পত্যে আছে, যারা খুব আনন্দ ফুর্তি সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অথচ আজকে তাদের ঘরে বিবাহের সেই আমেজ আর নেই। তাদের ঘরগুলো কৃত্রিম জেলখানায় পরিণত হয়েছে। কেমন যেন ঘরে ঢুকলে দম বন্ধ হয়ে আসে। এক মুহুর্ত ঘরে বসতে ইচ্ছে হয়না কেউ কারো সাথে হাসিমুখে কথা বলেনা। স্বামী-স্ত্রী একে অপরকেই দেখে বিরক্ত বোধ করে। পরস্পরের মাঝে ভালোবাসার সেই বন্ধন আজ আর নেই।
প্রিয় উপস্থিতি এটা আজ আমাদের এই সমাজের অনেকের ঘরের বাস্তব চিত্র।
হে ভাই! কেন এমন হলো.। হে ভাই আপনি কি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি কি তাকে কষ্ট দিচ্ছেন আপনি কি তাকে অবজ্ঞা করছেন। তাকে অবহেলা করছেন। অথচ আপনার স্ত্রী আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই সে তার বাবা-মা আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে। পৃথিবীতে সবচাইতে বেশি আপনাকে আপন ভাবতে শুরু করেছে। আপনাকে ভালবাসতে শুরু করেছে। প্রিয় ভাই আপনার কি সেই দিনগুলোর কথা স্মরণ আছে। যখন আপনার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছিল আপনিও একজন উত্তম স্ত্রী খুঁজছিলেন। বিয়ের চিন্তায় কত রাত আপনি ঘুমাতে পারেন নিই। আপনাকে বিবাহের সেই দিনের কথা স্মরণ আছে।কত আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন, কখন আপনার প্রিয়তমার সাথে আপনার দেখা হবে, আপনি মন খুলে তার সাথে দুটি কথা বলবেন। সে সময় কত আগ্রহ এবং উদ্দীপনা ছিল। আপনি সংকল্প করছিলেন স্ত্রীর সাথে সব সময় সদাচরণ করবেন।
হে ভাই আজ আপনার কি হয়ে গেল কেন আপনি তার সাথে খারাপ ব্যবহার করছেন। কেন তাকে অবহেলা করছেন। এভাবে স্ত্রীর সাথে খারাপ আচরণের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। আল্লাহ তা'আলা পবিত্র কালামে আপনাদেরকে লক্ষ্য করে বলছেন