মধ্যপ্রাচ্যের প্রভাবশালী ও সম্ভাবনাময় দেশ কাতার। দীর্ঘদিন ধরে এই দেশে বাস করছেন আব্দুল্লাহ আল মামুন। পেশায় তিনি একজন প্রকৌশলী। পাশাপাশি তিনি একাধারে একজন গীতিকার, শিল্পী ও লেখক। কাতারের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিতমুখ আব্দুল্লাহ আল মামুন প্রবাস ও প্রবাসীদের নানা বিষয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। তাঁর বেশকিছু লেখা বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও ব্লগে পাঠকপ্রিয়তা পেয়েছে। কাতারে প্রবাসজীবনের নানা সুখ-দুঃখ দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আল মামুন আপন মনে লিখে চলেছেন। নিজের মতাে করে তিনি কাতারের জীবনাচার থেকে শুরু করে স্থানীয় নাগরিকদের সামাজিক জীবন এবং অভিবাসীদের থেকে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সেসব কালি ও কলমে সুখপাঠ্য করে তুলে ধরেছেন। কাতার ও কাতারে আব্দুল্লাহ আল মামুনের বৈচিত্রময় প্রবাসজীবনের নানা দিক সম্পর্কে বেশ কিছু লেখা নিয়ে এই বই। যে কোনাে পাঠক তাে বটেই, বিশেষ করে যে কোনও প্রবাসী বাংলাদেশির কাছে বইটি ভালাে লাগবে। আর কাতার ও মধ্যপ্রাচ্যবাসী প্রবাসী বাংলাদেশিরা এই বইয়ে যেন নিজেদেরই খুঁজে পাবেন ভিন্ন আঙ্গিকে।