আলোচ্য গ্রন্থটি প্রিয় নবীজিকে নিয়েই লেখা। এ গ্রন্থটি নবীজির পূর্ণ জীবনীগ্রন্থ নয়। তাঁর জীবনীতে যেসব ঘটনা বা কাহিনি দুর্বল সনদে বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্য থেকে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত সবচেয়ে প্রসিদ্ধ ঘটনার সনদ বিশ্লেষণসহ এ গ্রন্থে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ জাতীয় দুর্বল কাহিনির সংখ্যা আরও অনেক রয়েছে, এর কিছু এখানে উল্লেখ করা হয়েছে। পড়াশোনা ও গবেষণার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, কোনো গল্প বা কাহিনি জনগণের মধ্যে প্রচলিত হয়ে গেলেই তা সঠিক হওয়ার নিশ্চয়তা রাখে না। এমনকি বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে এ জাতীয় কাহিনি বর্ণিত হলেও এমন মনে করার অবকাশ নেই। কারণ প্রসিদ্ধি এবং বিশুদ্ধতা একই বিষয় নয়; বরং দুটি ভিন্ন ভিন্ন বিষয়। আবার এ কথাও মনে রাখা আবশ্যক, আমাদের ইহজগতের প্রণীত নীতিমালার আলোকে কোনো ঘটনা কিংবা বক্তব্য প্রমাণিত না হলে অথবা তা সহিহ বর্ণনায় পাওয়া না গেলে বাস্তবে তা ভিত্তিহীন নাও হতে পারে। অর্থাৎ এমনও হওয়া অসম্ভব কিছু নয়, সহিহ বর্ণনায় একটি ঘটনা সাব্যস্ত না হওয়া সত্ত্বেও ইতিহাসে তা সংঘটিত হয়ে থাকতে পারে। শুধু পার্থক্য এতটুকু, আমরা ইহজগতে এ ব্যাপারে নিশ্চিত হতে পারছি না।