সাদ্দাম হোসাইন। ইরাকের সাবেক এই প্রেসিডেন্ট তাঁর মৃত্যুর এক দশকের বেশি সময় পরও বিশ্বময় আলোচিত এবং সমালোচিত হয়ে আছেন। দীর্ঘমেয়াদে ইরাক শাসনকালে শাসক হিসেবে তাঁর কার্যক্রমের নিন্দা এবং প্রশংসা, দুটোই হয়েছে বেশ। কিন্তু একজন মানুষ হিসেব কেমন ছিলেন তিনি? নবপ্রকাশ-এর প্রকাশিত এ বইয়ে মিলবে সেই উত্তর। বইটির আগাগোড়া পাঠে পাঠক সাদ্দাম হোসাইনের এমন এক রূপ ও চরিত্র সম্পর্কে জানতে পারবেন, যা আজ অবধি সবার আড়ালে রয়ে গেছে। এই বইয়ের লেখক একজন মার্কিন সেনা, তিনি নিজের চোখে সাদ্দাম হোসাইনকে দেখেছেন খুব কাছ থেকে। বন্দী হওয়ার পর থেকে ফাঁসির কাষ্ঠে সমর্পণ পর্যন্ত ধীরে ধীরে তাঁর নিজের এবং সহকর্মীদের কাছে কীভাবে শ্রদ্ধা ও সম্মানের মানুষ হয়ে উঠেছিলেন বন্দী সাদ্দাম হোসাইন, সেই বর্ণনা পুরো বইয়ে পাঠককে মোহগ্রস্ত করে রাখবে। সন্দেহ নেই, হৃদয়বান পাঠক এই বই পাঠে সাদ্দাম হোসাইনের মানবিক রূপ দেখে বিগলিত হবেন।