মানুষ যুদ্ধে হেরে যায় শত্রুকে ঠিকমতো চিনতে না পারার কারণে। শত্রুকে চিনলেও আবার তাদের কলাকৌশল না জানার কারণে হেরে যায়। শত্রুকে ঠিকমতো চিনতে পারা আর ওদের স্ট্রাটেজি (কলাকৌশল) কী তা জানতে পারলে যুদ্ধে জয়ের বিশাল অংশ সহজ হয়ে যায়।
শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে, দ্বীনের পথ থেকে সরাবার জন্য বিভিন্ন কৌশল, কুচক্র, নষ্ট পথ ও পদ্ধতি আবিষ্কার করেছে। এভাবে সে আমাদের ঈমান ও আমলে সালেহের পথ রুদ্ধ করে; যেন আমরা আমাদের আদি নিবাস আল্লাহর প্রশান্তির স্থান জান্নাতে না পৌঁছাতে পারি।
আল্লাহ সুবহানাহু তা’আলা পরিষ্কারভাবেই আমাদের প্রকাশ্য শত্রু কে তা জানিয়ে রহম করেছেন। এখন আমাদের দরকার এই প্রকাশ্য শত্রু শয়তানের সব ধরণের কলাকৌশল জানা, সেই অনুযায়ী আমাদের আর আল্লাহ তা’আলার নৈকট্যে পৌঁছানো ও জান্নাতের মাঝখাতে যত ফাঁদ, যত বিভ্রান্তি আর মরীচিকা রয়েছে তা চিহ্নিত করা।
সেসব শয়তানী কৌশল জেনে যেন আমরা সতর্ক হতে পারি ও সবচেয়ে দামি পথে স্থির থাকতে পারি, সেগুলোই বর্ণিত হয়েছে উস্তাদ নোমান আলী খানের ইংরেজি বক্তৃতা থেকে অনূদিত ও সম্পাদিত স্বল্প দৈর্ঘের এই বইতে।