হায় আফসোস!
আফসোস হে মুসলমান! এখনো কি তোমরা নিজেরা নিজেদেরকে বুদ্ধিমান ও সচেতন বলবে? একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় তোমরা কতটা বুদ্ধিমান ও সতর্ক? নিজের মুসলিম ভাইদেরকে হেয় প্রতিপন্ন করে দেখানোর জন্য তোমরা কি-না করে থাকো? তোমাদের কি হল, যে তোমরা শুধু কুফরের বিরুদ্ধেই, বোকা, কাপুরুষ এবং নির্বোধ হয়ে যাও। কোন সে ধোঁকা আছে যা কাফিররা তোমাদের বিরুদ্ধে ব্যবহার করেনি? কোন সে চাল আছে যা ওরা তোমাদের বিরুদ্ধে চালেনি?
তোমরা এগুলোর উত্তর দেওয়ার জন্য না তোমাদের আত্মসম্মান জাগে, না তোমাদের ঈমানী শক্তির মধ্যে ঢেউ উঠে। তোমাদের সকল পরিকল্পনা সকল শক্তি ও সামর্থ্য কি কেবল পরস্পর একে অপরের বিরুদ্ধে ব্যবহারের জন্য? তোমাদের শক্তি নিজের মুসলিম ভাইয়ের কণ্ঠরোধ করার জন্য উৎসর্গিত?
এখনো সময় আছে আল্লাহর বান্দাগণ! এখনো সময় আছে, যা হয়েছে তা থেকে খালেস তওবা করো। ভবিষ্যতের জন্য নিজেকে পরিপূর্ণ সংশোধন করো। জিহাদের পথ অবলম্বন কর। দুনিয়ার মুহব্বতের পিছু ছেড়ে মৃত্যুকে মুহব্বত করতে শেখ।
শাহাদাতের কামনা ও জান্নাতের আকাঙ্ক্ষা অন্তরে স্থান দাও। তওবাকারীদের জন্য আল্লাহ তাআলার রহমতের দরজা সর্বদাই উম্মুক্ত। নির্বোধ, মাতাল তার করুণার উপযুক্ত হতে পারে না। অলসতার জীবন ত্যাগ কর। আল্লাহ তাআলার ক্রোধ ও প্রতিশোধকে ভয় করো। অবকাশের সময় শেষ হয়ে যাচ্ছে। যদি তা থেকে উপকৃত না হও; তাহলে -তোমাদের ইতিহাসও কিন্তু ইতিহাসের পাতায় ঠাঁই পাবে না।
হারামাইনের আর্তনাদ ১৫৭-১৫৮পৃ.
বইটি প্রকাশিত হয়েছে
আর রিহাব পাবলিকেশন্স থেকে