ঈসা আলাইহিস সালামের আশ্চর্য জীবন-কাহিনি ও মুজিযাগুলো নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। পৃথিবীর প্রধান তিনটি ধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যক্তিত্ব। পৃথিবীর ইতিহাসে তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এটা বুঝতে হলে আগে জানতে হবে পেছনের ইতিহাস। তাঁর জীবনের মাধ্যমে তিনি ইতিহাসকে নতুন রূপ দিয়েছেন এবং আবারও তা-ই করবেন কিয়ামাতের আগে দুনিয়াতে ফিরে এসে।
ঈসা আলাইহিস সালাম-কে নিয়ে পৃথিবীর অনেক মানুষ বিভ্রান্তিতে রয়েছে। খ্রিষ্টানদের বড় একটা অংশ ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম-কে আল্লাহর পুত্র মনে করে। তাঁর এই পিতা-ব্যতীত অলৌকিক জন্মের ঘটনায় বিভ্রান্ত হচ্ছে হাল আমলের অনেক মুসলিমও। অনেকে আবার দাবি করে অভিশপ্ত ইয়াহূদিরা তাঁকে শূলবিদ্ধ করে হত্যা করেছে।
বক্ষমাণ বইটিতে ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালামের জন্ম, মুজিযা, তাঁকে হত্যার ষড়যন্ত্র, আসমানে উত্তোলন থেকে নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন নিয়ে বিশুদ্ধ বর্ণনার ভিত্তিতে আলোচনা উঠে এসেছে। ঈসা আলাইহিস সালামের বিশুদ্ধ জীবনী পাঠে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।