ইসলাম আল্লাহর মনােনীত সর্বজনীন জীবনবিধান। দুনিয়ার সেরা নবী হযরত মুহাম্মদ (সা)-এর মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গতা লাভ করেছে। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা) এই শ্রেষ্ঠ বিধানকে সফলভাবে দুনিয়ায় কায়েম করে গেছেন। এ জন্য তাকে অনেক অনেক দুঃখ-কষ্ট ও অত্যাচার-নিপীড়ন সহ্য করতে হয়েছে।
মহানবী (সা)-এর প্রিয় সাহাবিরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য কম চেষ্টা করেননি। তাঁদের সবার চেষ্টা-প্রচেষ্টার ফলে ইসলাম দুনিয়ার নানা প্রান্তে ছড়িয়ে পড়েছিল। তাই সাহাবিরাও সবার কাছে সমাদৃত ও সম্মানিত। এসব সাহাবির মধ্যে ইসলামের চার খলিফা ছিলেন অন্যতম। তাঁদের বিশাল ব্যক্তিত্ব এবং গুণাবলি এখনও আমাদের কাছে আলাের দিশা হয়ে আছে। আজকের দুনিয়ার চরম ও সীমাহীন নৈতিক অধঃপতনের যুগে মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর জীবনের নানা দিক যেমন আলােচনা করা প্রয়ােজন, তার পাশাপাশি চার খলিফার জীবনকেও অনুধাবন করা প্রয়ােজন। বিশেষ করে আমাদের শিশু-কিশােরদের সামনে তাদের চরিত্রমাধুর্যের চিত্র। তুলে ধরা খুব জরুরি। এতে আমাদের শিশু-কিশােররা অনেক কিছু শিখতে পারবে এবং এই শিক্ষার আলােকে তাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তােলার সুযােগ পাবে।
‘গল্পে হযরত আবু বকর (রা)' বইটিতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা)-এর জীবনের সামান্য কিছু দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আমি মনে করি, আমাদের সােনামণি শিশু-কিশােররা বইটি পড়ে আমাদের প্রিয় খলিফার জীবন ও চরিত্র হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। এতে তাদের জীবন হবে সর্বাঙ্গীণ সুন্দর ও পবিত্র। বড়রাও এ বই থেকে অনেক কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ আমাদের এ নগণ্য প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।