প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের নানা দিক আলােচনার পাশাপাশি চার খলিফার জীবনকেও অনুধাবন করা প্রয়ােজন। বিশেষ করে আমাদের প্রিয় শিশু-কিশােরদের সামনে তাঁদের চরিত্রমাধুর্যের চিত্র তুলে ধরা জরুরি। এতে আমাদের শিশু-কিশােররা অনেক কিছু শিখতে পারবে। এই শিক্ষার আলােকে জীবনকে সুন্দরভাবে গড়ে তােলার সুযােগ পাবে। ‘গল্পে হজরত আলী (রা.)' বইটিতে ইসলামের চতুর্থ খলিফার জীবনের সামান্য কিছু দিক তুলে ধরা হয়েছে। আমাদের সােনামণি শিশু-কিশােররা বইটি পড়ে প্রিয় এই খলিফার জীবন ও চরিত্র হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে। এতে তাদের জীবন হবে সর্বাঙ্গীণ পবিত্র ও সুন্দর। বড়রাও এই বই থেকে অনেক কিছু জানতে পারবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।