জীবনে চলার পথে বরাবরই আমরা প্রবৃত্তির মোহে পড়ে জান্নাতের বিবর্ণ পথ ছেড়ে জাহান্নামের রঙিন পথে হাঁটতে শুরু করি। দুনিয়ার মনোলোভা রঙ দেখে আমরা ভুলে যাই জান্নাতের কথা, জান্নাতের অতুল নিয়ামতের কথা। ফলে আমরা সহজেই দুনিয়ার ফাঁদে পড়ে যাই, হারাম ও গুনাহের দিকে পা বাড়াই। অথচ দুদিনের এই দুনিয়ায় সামান্য সবর করলে পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন বিস্তৃত জান্নাত। . আপনার হাতের বইটি মূলত আপনার সামনে জান্নাতকে দৃশ্যমান করে তোলার একটি প্রয়াস। যাপিত জীবনে যেন জান্নাত সবসময় আপনার চোখের সামনে থাকে। জান্নাত যেন আপনার স্বপ্ন ও ধ্যানে পরিণত হয়। ক্ষণস্থায়ী এই দুনিয়ার নগণ্য আরাম-আয়েস ও ভোগবিলাস যেন আপনার চোখে তুচ্ছ মনে হয়। জান্নাতের অনন্ত সুখ ও সমৃদ্ধির দিকে চেয়ে আপনি যেন দুনিয়ার ক্ষণিকের হারাম আনন্দকে ছুঁড়ে ফেলতে পারেন। . প্রতিভাবান লেখক ও দায়ি শাইখ ড. মুস্তফা আল-হুসনি তার অসাধারণ রচনা ‘ইয়াওমুন ফিল জান্নাহ’ গ্রন্থটি এই উদ্দেশ্যকে সামনে রেখে সংকলন করেছেন। লেখকের চিত্তাকর্ষক ভাষা ও প্রাণময় উপস্থাপনা কল্পনার বুরাকে তুলে আপনাকে নিয়ে যাবে জান্নাতের অনন্ত জীবনের সীমানায়; যেখানে আরশে আজিমের সুশীতল ছায়ায় দোল খায় ফলভারে আনত চিরহরিৎ বৃক্ষের পল্লবিত শাখা; কুলকুল রবে বয়ে যায় দুধের নদী, মধুর স্রোতস্বিনী। . জীবনের চলার পথে যখন দুনিয়ার রূপ-রস-গন্ধ আপনাকে মাতাল করতে চাইবে জান্নাতের এই দৃশ্যগুলো আপনাকে সবর করতে সাহায্য করবে।