যখনই তোমার দুনিয়ার বিলাসিতায় টান পড়ে, তখনই তুমি লাগামহীন অভিযোগ করে যাও। বধির মানুষেরা তখন তোমার কর্মে বড়ই আশ্চর্য হয়; কিন্তু কিছু বলতে পারে না। তারা তখন শত-হাজার বার কামনা করে, যদি তারা তোমাকে রবের অকৃতজ্ঞতার কুফল বলতে পারত! যদি তোমার অভিযোগ পরিমাণ শব্দ তাদের বলতে দেওয়া হতো, তাহলে তারা তাদের মনের কথা খুলে বলত এবং সে পরিমাণ শব্দ দিয়ে কৃতজ্ঞতা আদায় করত। তখন তাদের আশা হতো, যেন কৃতজ্ঞতা আদায়ের ফলে আল্লাহ তাদের সে নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেন। তুমি একটা মুচকি হাসি দাও... কারণ, তুমি তো এখনো শুনতে পাও; কথা বলতে পারো। তোমার এ শক্তিকে তোমার রবের কৃতজ্ঞতায় ব্যয় করো।...
তোমাকে দেওয়া তোমার প্রতিপালকের অবারিত নিয়ামতের কথা একটু ভাবো, দেখবে, কৃতজ্ঞচিত্তে তোমার জবান থেকে উচ্চারিত হবে, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।’...