কখনো বিশাল কিছু করেও মানুষের হৃদয় জয় করা যায় না; যেটা সহজে জয় করা যায় যথাসময়ে ছোট্ট একটু উপকার করে কিংবা সময়মতো সামান্য কিছু উপহার দিয়ে। একটি স্যান্ডউইচ বা তার অর্ধেকের মূল্যই-বা কতটুকু? কিন্তু একজন এতিম শিক্ষার্থীর জন্য তার সহপাঠীর দেওয়া এতটুকু উপহার সত্যিই অনেক মূল্যবান ও গভীর ভালোবাসার পরিচয় বটে। কারও বসার জন্য একটি চেয়ার টেনে দেওয়া মনে হতে পারে ছোট্ট একটি কাজ; কিন্তু কাউকে তা বাঁচিয়ে দেয় হঠাৎ পড়ে যাওয়া থেকে। একটি মুচকি হাসি দূর করে দেয় কারও ভীষণ বিষণ্নতা আর দীর্ঘক্ষণের চিন্তা-পেরেশানি। জীবন চলার পথে আমরা এভাবে নানানভাবে অপরের দ্বারা উপকৃত হই, তার কিছু হয়তো আমরা অনুভব করি; আর কিছু আমাদের অজানাই থেকে যায়। আবার অনেক সময় উপকারকারী মানুষটিও জানে না, তার দ্বারা অপর কেউ কত বড় উপকৃত হলো। শাইখ আলী জাবির আল-ফাইফি জীবনের এমন কিছু অভিজ্ঞতা আর অনুভূতির কথাই বেশ চমৎকার শিক্ষণীয়ভাবে তুলে ধরেছেন তার অনন্যসাধারণ উপহার (سوار أمي) গ্রন্থে—যার সরল বাংলা অনুবাদ আমাদের এ নতুন প্রয়াস ‘জীবনটা সুন্দর হোক উদারতার রঙে’। আশা করি গ্রন্থটি অধ্যয়নে পাঠক চমৎকার কিছু বিষয় উপলব্ধি করতে পারবেন এবং জীবনসফরে নিজেকে আরও বেশি উদারতা ও মহানুভবতার রঙে রঙিন করার প্রয়াস পাবেন ইনশাআল্লাহ।