বর্তমানে নামাজ, রোজা, হজ ও জাকাত সবই ¯্রফে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ‘রমজানের শিক্ষা’- এই প্রবন্ধ সংকলনে আমি চেষ্টা করেছি আনুষ্ঠানিক ইবাদতসমূহ পালনের উদ্দেশ্য পাঠকের সম্মুখে তুলে ধরার। উদ্দেশ্য বিবর্জিত হওয়ায় বংশানুক্রমে আমরা ইবাদতসমূহ পালন করলেও চরিত্রের কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না। অন্যায়, অত্যাচার, ঘুষ-দুর্নীতি দিন দিন বেড়েই চলেছে। এই করোনাতেও আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সীমালঙ্ঘনকারী জাতিসমূহকে সতর্ক করার জন্য অতীতে আল্লাহপাক বিভিন্ন জাতির ওপর বিপদ-মুসিবত ও গজব নাজিল করেছেন। করোনাও ব্যতিক্রম নয়। মানুষকে আল্লাহর পূর্ণাঙ্গ গোলামে পরিণত করার লক্ষ্যেই মূলত এসব আনুষ্ঠানিক ইবাদতসমূহ ফরজ করা হয়েছে। সেকথাই প্রবন্ধসমূহে বলার চেষ্টা করেছি। এই বইতে যে সব প্রবন্ধ স্থান লাভ করেছে তার অধিকাংশই বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা এবং ফেসবুকে প্রকাশিত হয়েছে। ফলে কারো কারো কাছে পুনরাবৃত্তি মনে হতে পারে। রমজান সম্পর্কীয় ২/১টা লেখা ইতোপূর্বে প্রকাশিত ‘ইসলামের মৌলিক ইবাদত’- বইতে উল্লেখ রয়েছে। রমজান সম্পর্কীয় সকল লেখা একত্র করার জন্যই ‘রমজানের শিক্ষা’- বইতে স্থান দেয়া হয়েছে। দীন পালনের ক্ষেত্রে আমি সহজ পন্থা অবলম্বন করি এবং সেটি প্রচারও করি। দীনের মৌলিক বিষয়ে উম্মাহর মাঝে কোনো ভিন্নতা নেই। ফিকাহ বিষয়ে মতপার্থক্য উম্মাহর ঐক্যে কোনো বাধা নয় বরং দীন পালনে সহজতা দান করেছে বলে মনে করি। বইতে আমার কোনো ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে তা অবহিত করলে কৃতজ্ঞ হবো। এই বই কাউকে সামান্যতম উপকার করলে আমার শ্রম সার্থক হবে। বইয়ের পাঠক ও প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলের খেদমত আল্লাহ কবুল করুন।