আমরা কি মুসলিম হতে পেরেছি? মুমিন ও মুসলিম হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। ইসলামের বিশ্বাসগুলো মেনে নিলে একজন ব্যক্তি মুমিন হতে পারে। কিন্তু মুসলিম হতে হলে বিশ্বাসগুলো কাজে বাস্তবায়ন করতে হয়। আল কুরআনে মুমিনদের উদ্দেশ্য করে প্রচুর আয়াত এসেছে। নিচের আয়াত দুটি লক্ষ করি।
‘হে মুমিনগণ! তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় যে, তোমরা এমন কথা বলো যা নিজেরা করো না’- সুরা সফ ২-৩।
অর্থাৎ শুধু মুখে স্বীকৃতি নয়, আল্লাহ তায়ালা চান আমরা যেন করে দেখাই। ঠিক এই ব্যাপারে আমাদের রয়েছে বিশেষ দুর্বলতা। ব্যবহারিক জীবনে আমরা এখনো পরিপূর্ণ মুসলিম হয়ে উঠতে পারিনি। অথচ আংশিক নয়, ইসলাম মেনে চলতে হবে পরিপূর্ণভাবে।
‘হে ঈমানদারগণ! তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন’- সুরা বাকারা ২০৮।
‘বিশ্বাসীদের নিকট ইসলামের দাবি’বইটি পড়ে পাঠক উপকৃত হবেন ইনশা-আল্লাহ।