রমজান মাস আমাদের দোর-গোড়ায় উপস্থিত। করোনা আল্লাহয় অবিশ্বাসী কিংবা সন্দেহবাদী মানুষকে মহান মালিক আল্লাহ তা’আলার অস্তিত্ব, অপার ক্ষমতা, সৃষ্টিজগতে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তাঁর অপ্রতিহত ক্ষমতাকে উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।
আবার একই সাথে এই দুর্যোগ মানুষের মানবিক ও সুকুমার বৈশিষ্ট্যগুলি চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে এবং সমাজের মাঝে, মানুষের মাঝে সুপ্ত মহৎ গুণাবলীর প্রকাশ ঘটাচ্ছে। মহৎ প্রাণ ব্যক্তিবর্গ বিশেষত তরুণ-যুব শ্রেণি যাদের অনেককেই সমাজ বিচ্ছিন্ন উন্নাসিক হিসেবে চিহ্নিত করা হয়, তারা এ সময় অনেক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনকভাবে প্রচলিত অর্থে ধার্মিক হিসেবে পরিচিতদের অনেকেই মানুষের এই দুঃসময়ে মানবিক দাবি পূরণে কার্যকর সক্রিয়তা দেখাতে পারেনি।
আবার একই সাথে ধর্মহীনতা ও আত্মকেন্দ্রিকতায় আচ্ছন্ন মানুষের অন্তরের কলুষতা এই মহামারি নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। ফলে, এই কঠিন বিপদের সময় অন্যায়, দুর্নীতি, প্রভাবশালীদের নির্যাতন-নিপীড়ন, নারীর প্রতি সহিংসতা ইত্যাদি বৃদ্ধি পেয়েছে বহু গুণ। একটি মুসলিম সমাজে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিকাংশই জন্মসূত্রে মুসলিম পরিচয়ের মধ্যে আটকে আছি। ইসলামের অনুশীলন ও অনুসরণ করছি খুব কম সংখ্যকই। বর্তমান পরিস্থিতি এরই পরিনাম।
এ অবস্থা হতে উত্তরণের জন্য প্রচলিত মানবরচিত ব্যবস্থাগুলিতে কোনো সুরাহা নেই। বরং মানুষের কর্মেরই ফল হিসেবে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগগুলি জন্ম লাভ করে (সুরা রূম ৩০: ৪১)। এ থেকে মুক্তির পথ একমাত্র ইসলাম- আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা (আল-ইমরান ৩: ১৯)। ইসলামে বিশ্বাস এবং সে অনুযায়ী সৎকর্মই বর্তমান দুর্বিসহ অবস্থা হতে বের হয়ে আসার একমাত্র পথ। রমজানের রোজা বিশ্বাস, সদাচরণ ও সদগুণাবলী অর্জনে বিশ্ববাসীর জন্য মহান সৃষ্টিকর্তার এক অনুপম নেয়ামত।
রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে রমজান মাস উপস্থিত। কুরআন নাজিলের মাস রমজান। সংযম ও আত্মসংশোধনের মাস রমজান। এ মাস তাকওয়া অর্জন করে কুরআন থেকে হিদায়াত লাভের মাস। ভোগ-বিলাস ও আরাম-আয়েশ পরিহার করে কুরবানীর অভ্যাস তৈরির মাস।
রসুল সা. বলেন, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করল ঈমান ও ইহতিসাব সহকারে, তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন (বুখারী)। একই সুসংবাদ দেওয়া হয়েছে রমজানে ও লাইলাতুল কদরে কিয়ামুল লাইল তথা তারাবীর সলাত সম্পর্কে। হাদীস থেকে বুঝা যায়, এ সুসংবাদ তার জন্য যে দুটি শর্ত পূরণ করবে- সিয়াম পালন করবে ঈমান ও ইহতিসাব সহকারে।