বইটির পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট প্রকাশনার আগেই পাঠ করার সুযোগ আমার হয়েছে। এজন্য লেখককে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই বইয়ের তথ্যগুলো পবিত্র কুরআন এবং নবী মুহাম্মদ (সা.)-এর হাদিস সম্পর্কে নিঃসন্দেহে সবাইকে আরও বেশি অনুসন্ধিৎসু করে তুলবে। বিশেষ করে অতি সাম্প্রতিক কিছু বৈজ্ঞানিক আবিষ্কার যে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত এবং রাসূল (সা.)-এর হাদিসেরই সমর্থনসূচক, সেই সম্পৃক্ততা দেখে পাঠকমাত্রই কুরআন ও রাসূল (সা.)-এর হাদিস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। এই বইয়ের আলোচনা পবিত্র কুরআন ও রাসূল (সা.)-এর হাদিস সম্পর্কে আপনার দৃঢ় ঈমানকে ঠিক তেমনি মজবুত করবে, যেমনিভাবে আমার ঈমানকে মজবুত করেছে -আল-হামদুলিল্লাহি তা’আলা। কুরআন এবং হাদিসের এই আলোচনা অবশ্যই বই হিসেবে প্রকাশনার দাবিদার। আমি আশাকরি এই বইয়ের আলোচনা পবিত্র কুরআন ও রাসূল (সা.)-এর হাদিসের অলৌকিকত্ব এবং এদের সত্য প্রকৃতি সম্পর্কে অন্যদের বিশ্বাসকেও আরও মজবুত করতে সাহায্য করবে। আমি আন্তরিকভাবে এই বইয়ের বহুল প্রচার কামনা করছি।