আমরা প্রায় সকলেই জানি যে ইসলামের ৫টি খুঁটি বা পিলার, অনুরূপভাবে ঈমানেরও ৬টি পিলার এবং তা হচ্ছে যে আপনি বিশ্বাস রাখবেন: ১. আল্লাহর প্রতি, ২. তাঁর ফিরিশ্তাগণে, ৩. তাঁর কিতাবসমুহে, ৪. তাঁর নবীগণে, ৫. আখিরাত দিবসে, ৬. তাকদীরে - ভালো হউক বা মন্দ হউক। আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) -এর প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটিকে ঈমানের প্রথম পিলার বলা হয়। অন্যান্য পিলারগুলি এই পিলারকে অনুসরণ করে। এই পিলার ছাড়া অন্যান্য পিলারের কোনো মূল্য নাই। এই গ্রন্থখানি মুহাম্মাদ আল-জিবালী প্রণিত ‘Eemaan Made Easy’ Series এর Knowing Allah পুস্তকখানির বাংলা অনুবাদ। এই গ্রন্থে আলোচিত বিষয়টি বাংলা ভাষাভাষি পাঠকদের আমাদের প্রভূ আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’য়াল) সম্বন্ধে একটি সঠিক ধারনা দিবে। ইসলামের মূল শিক্ষা হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ অর্থাৎ প্রভূ, প্রতিপালক, সৃষ্টিকর্তা, উপাস্য হিসেবে গ্রহণ গ্রহণ করে তাঁকে সর্বাধিক ভালোবাসা, তাঁর প্রতি সদা সচেতন থেকে একমাত্র তাঁরই ইবাদত করা। আল্লাহ যেন আমাদের এই নেক প্রচেষ্টাকে গ্রহণ করেন এবং এই গ্রন্থের মাধ্যমে আল্লাহ সম্বন্ধে পাঠক একটি সঠিক ধারণা প্রাপ্ত হয়ে যথাযথভাবে তাঁর ইকাদত করতে সক্ষম হয় এই মুনাজাত করি। আমীন।