হজের মওসুম চলছে। উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক এসেছেন হজ করতে। রাজকীয় আড়ম্বরে। খলিফার জন্য কাবা শরিফের দ্বার উন্মোচন করে দেওয়া হলো। ভেতরে প্রবেশ করলেন তিনি। প্রবেশ করে দেখতে পেলেন_ওমর রাযি. এর নাতি, সাদাসিধা জীবনের অধিকারী, প্রসিদ্ধ বুজুর্গ, দুনিয়াবিমুখ দরবেশ হযরত সালিম বিন আব্দুল্লাহকে। তাঁর পরিধেয় কাপড়টি ছিল খুবই নিম্নমানের। গাঢ় সুতার একটি চাদর। হিশাম বললেন,
-'হে সালিম! আমার কাছে আপনার প্রয়োজন ব্যক্ত করুন।'
-'আমি আল্লাহর কাছে লজ্জাবোধ করছি যে,তাঁরই ঘরের ভেতর তাঁকে ব্যতিত অন্য কারো চাইব!'
-'সালিম বিন আব্দুল্লাহ বেরিয়ে এলেন কাবার ভেতর থেকে। তাঁর পিছু নিলেন খলিফা হিশাম।এগিয়ে গিয়ে বললেন,
-'এখন তো কাবা থেকে বেরিয়ে পড়েছেন।সুতরাং এখন তো আপনার প্রয়োজন বলতে অসুবিধা নেই! '
-' আমি আপনার কাছে কি চাইতে পারি? দুনিয়ার প্রয়োজন নাকি আখিরাতের প্রয়োজন? '
-'দুনিয়ার প্রয়োজন। '
-'আমি তো দুনিয়ার মালিকের কাছেও দুনিয়া চাই নি।তাহলে কীভাবে ওই ব্যক্তির কাছে দুনিয়া চাইতে পারি, যিনি দুনিয়ার মালিক হতে পারেন না!'
চুপসে গেলেন হিশাম। আর কিছু বলার সাহস পেলেন না।
[সিয়ারু আ'লামিন নুবালা:৩/৪৫৮, হাফিজ শামসুদ্দিন যাহাবি]