শান্তির নবী আল্লাহ তা’য়ালা বিশ্বনবী মুহাম্মদ (ﷺ)-কে গোটা মানব জাতির প্রতি রহমত হিসাবে পাঠিয়েছেন। বিশ্বমানবকে তিনি দয়া ও ক্ষমার পথ দেখিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী দৈনন্দিন জীবনে সুন্দর, মার্জিত ও পবিত্র জীবনযাপন করতে হয়। কিয়ামত পর্যন্ত তাই রসূলুল্লাহ (ﷺ)-এর শিক্ষা সব মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ। আজকের পৃথিবীতে সর্বত্রই মানুষ আদর্শের সংকটে ভুগছে। বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম সুন্দর ও অনুসরনীয় জীবনাদর্শের অভাবে বিশ্বের সবখানেই পথভ্রষ্ট হচ্ছে। তাই বিশ্বের শ্রেষ্ঠ মানুষ আল্লাহর রসূল (ﷺ)-এর জীবন ও তার রেখে যাওয়া শিক্ষা শিশুদের সামনে সুন্দর ও আকর্ষনীয়ভাবে তুলে ধরার জন্য আমাদের এ প্রচেষ্টা। আকর্ষনীয় বর্ণিল সহজ ছন্দবদ্ধ (আবার কখনও বা গদ্যাকারে) আমাদের এ উপস্থাপনা শিশুদের সামনে প্রিয় নবীর (ﷺ) শ্রেষ্ঠ জীবন তুলে ধরতে সহায়ক হবে বলে আমরা আশা করি। নবী (ﷺ)-এর জীবনাদর্শ এমনিভাবে অল্প অল্প করে তুলে ধরার জন্য আমাদের চেষ্টা থাকবে। সম্মানিত অভিভাবক এবং শিক্ষকমন্ডলী বাসায় ও শ্রেণীকক্ষে এ বইগুলির মাধ্যমে আমাদের মহান নবী মানবতার মুক্তিদূত মুহাম্মদ (ﷺ)-এর জীবনাদর্শ শিশুদের সামনে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। এমনিভাবে সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় একটা সুন্দর জাতি ও সুন্দর ভবিষ্যত গঠনে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তা’য়ালা আমাদের সকলকে সেই তাওফিক দান করুন। আমীন ।