আমেরিকার উপর পরিচালিত ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা মূলত বিশাল পরিকল্পনারই অংশবিশেষ। এর চ‚ড়ান্ত লক্ষ্য হচ্ছে: প্রতারক ভন্ড রাষ্ট্র ইসরাইলকে বিশ্বের ‘নিয়ন্তা রাষ্ট্রে’ পরিণত করা, যাতে করে জেরুজালেম থেকে বিশ্ব শাসনের জন্য মসিহ দাজ্জালের ক্ষেত্র প্রস্তুত হয়। আজকের বিশ্ব এমনই এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে: যেকোনো মুহূর্তে বড় ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে। বিশ্বের অবস্থা এখন ঠিক তেমন হয়ে আছে, যেরূপ অবস্থা ছিল ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ক্ষমতা হস্তান্তরের সময়। মূলত তখন প্রয়োজন ছিল বড় আকারের যুদ্ধের, প্রয়োজন ছিল পট পরিবর্তনের। আজও তাই। ১১ই সেপ্টেম্বরের এই সন্ত্রাসী হামলা এই কার্যক্রমের অন্যতম প্রধান সূচনা বিন্দু। যার পথ ধরে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং আজকের সিরিয়াসহ অন্যান্য। আমেরিকাতে আক্রমণের কয়েকমাস পর গ্রন্থটি রচিত হয়, অর্থাৎ ২০০১ সালের ডিসেম্বরে। সবেমাত্র এই ভয়ানক সন্ত্রাসী হামলা ঘটেছে, পুরো বিশ্ব আতংকের কুয়াশাতে আক্রান্ত, এবং তখনই পরিকল্পনা মোতাবেক মুসলিমদের উপর যাবতীয় দোষ চাপানো হয়, এবং সে অজুহাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রবাহিনী আফগানিস্থানে ধ্বংসযজ্ঞে মেতে উঠে, ঠিক ঐ সময়ে এই গ্রন্থ রচিত হয়। সেজন্য ভাষা অনেকটা আবেগময় হয়েছে।