আপনি কিভাবে আপনার জীবনকে পরিচালনা করেন, তা নির্ভর করে আপনার এবং আপনার আশেপাশে যা যা ঘটছে, সেগুলাের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ও মনােভাবের উপর। সবকিছু থাকার পরেও কেবল জীবন দর্শনের দৃষ্টিভঙ্গি কিছু মানুষকে দুর্বিষহ জীবনে পর্যবসিত করে, আবার কিছু না থাকার পরেও কাউকে এই দৃষ্টিভঙ্গি সুখের সাগরে ভাসায়। আপনি কি অর্জন করেছেন কিংবা আপনি কাকে প্রভাবিত করছেন, সুখ তার উপর নির্ভর করে না, বরং আপনার মনােজগতের ভাবনাগুলাের উপরই সুখ নির্ভর করে। কেননা, কোনাে নির্দিষ্ট পরিস্থিতিতে আপনি কি ধরনের আচরণ করবেন, সেগুলাের পেছনে এই ভাবনাগুলােই দায়ী। হ্যাঁ, ঠিক এই জায়গাতেই মুফতি মেনকের প্রেরণা ও শক্তিদায়ক উদ্ধৃতির আগমন ঘটে। (তার এই অনুপ্রেরণাদায়ক) উদ্ধৃতিগুলাে প্রতিনিয়ত গােটা বিশ্বজুড়ে মানুষের মনে আশার বাতি সঞ্চার করছে। তার উদ্ধৃতিগুলাে জীবনের শিক্ষাকে ছুঁয়ে দেয়। এগুলাে শক্তিশালী বার্তা বয়ে বেড়ায়। ভেঙ্গে দেয় সব বাঁধন এবং এগুলাে পুরাে মানবতার (সম্পদ)। কিভাবে আমরা জীবন এবং তার চ্যালেঞ্জকে মােকাবেলা করি, সে ব্যাপারে ‘মােটিভেশনাল মােমেন্টস-২' গ্রন্থটি উদ্ধৃতিতে সমৃদ্ধ। এটা যেন অনুপ্রেরণার রত্ন, আধ্যাত্মিক প্রজ্ঞা ও কার্যকর উপদেশ আহরণের জন্য বারবার ছুটে যাওয়ার স্থান।। মনে রাখবেন, আপনার চিন্তা দিয়েই সবকিছুর সূচনা হয়। প্রতিটি নতুন দিনের সাথে আসে নতুন শক্তি ও নতুন ভাবনা।