মক্কা-মদীনার সম্মানিত খতীবগণের প্রদত্ত এই খুতবাগুলো অত্যন্ত সমৃদ্ধ, আকর্ষণীয় ও দিক-নির্দেশনামূলক। মুসলিম মিল্লাতের প্রতি তাদের সময়োপযোগী হেদায়াতী বক্তব্য আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ সুন্নাহর ভিত্তিতেই হয়ে থাকে। তাদের অভিভাষণের মূল সুর হচ্ছে তাওহীদ তথা আল্লাহকে তাঁর কর্তৃত্ব ও ক্ষমতায় একক মর্যাদা দিয়ে জীবনের সকল ক্ষেত্রে এককভাবে তাঁকে মানা। হারামাইনের খতীবগণ দুনিয়ার মানুষকে এক আল্লাহর ওপর নিরঙ্কুশ বিশ্বাস ও আনুগত্যের দিকে নিরন্তর আহ্বান জানান। তাদের খুতবায় থাকে তাকওয়া তথা আল্লাহকে ভয় করে চলার ভিত্তিতে মুসলিমদের ব্যক্তি জীবন, পারিবারিক ও সামষ্টিক জীবন পরিচালনার সঠিক দিক-নির্দেশনা। তারা আধুনিক জীবনোপকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি বিষয় সঠিক পন্থায় ব্যবহার এবং গোনাহ থেকে বেঁচে থাকতে মানুষকে সজাগ করেন। চলমান বিশ্ব পরিস্থিতির আলোকে মুসলিমদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন। বিশেষ করে শিরক-বিদ‘আত থেকে মুক্ত হয়ে সঠিক ঈমান ও আমলের দিকে মুমিনদের প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। তারা মানুষকে উন্নত নৈতিকতা ও পরিশুদ্ধ জীবনের অধিকারী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের জন্য উদ্বুদ্ধ করে থাকেন।বইটি সর্ব মহলে সমাদৃত এবং অতি প্রয়োজনীয়।