ইসলামী জ্ঞান-বিজ্ঞানের দীর্ঘ ইতিহাসের প্রধান প্রধান চরিত্র ও সবচেয়ে বেশি প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কয়েকজনের জীবনীর উপর আলোকপাত করা হয়েছে এই বইয়ে।
এখানে সকল ঐ ব্যক্তিবর্গকে নির্বাচন করা হয়েছে, যারা তাঁদের যুগে ইসলামী জ্ঞান-বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছেন। যাঁদের জ্ঞানের প্রভাব স্থান ও কালের বাধা পেরিয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে। স্থায়ী হয়ে আছে যুগ যুগ ধরে আজ অবধি। যাঁদের প্রভাব ছিল যুগের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ থেকে সমাজের সর্বস্তরের লোকের উপর। যারা জ্ঞানের আলোয় আলোকিত করার সাথে সাথে সুবাস ছড়িয়েছেন ইখলাস ও তাকওয়ার, যুহদ ও পরহেজগারিতার। কুরআন-সুন্নাহর ইলমের ধারক-বাহক হওয়ার পাশাপাশি যারা নিজেদের জীবনকে গড়েছিলেন কুরআন ও সুন্নাহর প্রকৃতশিক্ষার জীবন্ত রূপ হিসেবে।
এখানে তাঁদের জীবনীর পাশাপাশি তাদের ইলমি অবদানগুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে। যাতে বর্তমান প্রজন্ম তাদের ইলম থেকে সরাসরি উপকৃত হতে আগ্রহী হয়। তাফাক্কুহ ফিদ্দীন ও রুসুখ ফিল ইলমের পথে সহজ ও সঠিকভাবে অগ্রসর হয়। কুরআন ও সুন্নাহর সঠিক শিক্ষা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে।