• আমাদের সন্তান কি সারাক্ষণ ট্যাবলেট, স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকে?
• আমাদের সন্তান কি ঠিক মত সলাত আদায় করতে চায় না?
আমরা মা-বাবারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কত কষ্টই না করে যাচ্ছি। কিন্তু বাস্তবে দেখা গেছে যে সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক ছেলেমেয়েরাই মা-বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে । এরকম অনেক ঘটনাই ঘটেছে যে সন্তানদের উপর সঠিক সংশোধন প্রক্রিয়া প্রয়োগ না করার কারণে একটি সুন্দর সমাজ সন্তান মা-বাবার অবাধ্য হয়ে গেছে ।
সূরা আত- তাগাবুনের ১৫ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন : “তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। আর আল্লাহর কাছেই রয়েছে মহাপুরস্কার”।
সন্তান-সন্ততির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করছি । আর সেই সন্তান যদি সত্যিকার অর্থে “মুসলিম” না হয় তাহলে আমাদেরকে আখিরাতের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে এবং এই সন্তানই কিয়ামতের দিন তার মা-বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে । তাই আমরা যেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে একমুখী (one-way) চিন্তা না করি ।
১২ বছরের চিন্তা ও গবেষণার ফলাফল এ বইটিতে উপস্থাপন করা হয়েছে । এই বইটিতে কোন theory বা তত্ত্বকথা আলোচনা করা হয়নি, বরং সব practical তথা বাস্তবধর্মী বিষয় আলোচনা করা হয়েছে । বাস্তব অভিজ্ঞতার আলোকে একের পর এক ঘটনা তুলে ধরে তার একটি সঠিক সমাধান বের করার চেষ্টা করা হয়েছে ।