* এই বইয়ে পেশকৃত প্রতিটি হাদীস যাচাই-বাছাই করে নেওয়া হয়েছে। কোনো জাল ও চূড়ান্ত যয়ীফ হাদীস নেয়া হয়নি। আহলে ইলমদের প্রশান্তির জন্য প্রতিটি হাদীসের সাথে সংশ্লিষ্ট টীকায় ওই হাদীসের সনদের ব্যাপারে হাদীস শাস্ত্রের ইমামদের মতামত উল্লেখ করা হয়েছে। তবে সহীহ বুখারী ও মুসলিম গ্রন্থদ্বয়ের প্রতিটি হাদীস ব্যাপকভাবে গ্রহণযোগ্য হওয়ায় গ্রন্থদুটির হাদীসের মান আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
* ফিকহী গ্রন্থের রেফারেন্স সরাসরি সংশ্লিষ্ট ফিকহের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক মাযহাবের উদ্ধৃতি সংশ্লিষ্ট মাযহাবের নির্ভরযোগ্য গ্রন্থ থেকে সরাসরি উল্লেখ করা হয়েছে। এক মাযহাবের উদ্ধৃতি অন্য মাযহাবের গ্রন্থ থেকে নেওয়া হয়নি।
* বইয়ের কোনো বিষয় বুঝে না এলে নির্ভরযোগ্য কোনো দারুল ইফতায় যোগাযোগ করতে হবে। নিজের জ্ঞান-বুদ্ধির উপর নির্ভর করা ঠিক হবে না।
* বইটি রচনায় মাসিক আল-কাউসার সফর, রবীউস সানী, জুমাদাল উলা ’২৭ (মার্চ ’০৬, মে-জুন ’০৬) ও যিলকদ ’২৯ (নভেম্বর ’০৮)-এ প্রকাশিত তিনটি প্রবন্ধ থেকে সাহায্য নিয়েছি। এজন্য মাসিক আল কাউসার পরিবারের প্রতি কৃতজ্ঞ। এছাড়া অন্যান্য উদ্ধৃতি যথাস্থানে দেওয়া হয়েছে।
* বইয়ের শুরুতে ভুমিকা স্বরূপ মুহতারাম উস্তায মাওলানা আব্দুল মালেক ছাহেবের একটি মূল্যবান লেখা হযরতের অনুমতিক্রমে সংযুক্ত করা হয়েছে।
* বইয়ের শেষে এ দেশের প্রথিতযশা আলেম, প্রিয় উস্তায শাইখুল হাদীস আল্লামা কাজী মু’তাসিম বিল্লাহ রহ.-এর সহধর্মিণী হাফিযাহাল্লাহ এর একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার সংযুক্ত করা হয়েছে। তাতে দাম্পত্যজীবনের আলোকিত একটি রেখা অঙ্কিত হয়েছে।