আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আমাতুল্লাহ, আল্লাহর এক অতি নগন্য বান্দি। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আল্লাহকে চিনেছি। এতে আমার কোনাে কৃতিত্ব নেই। মহান আল্লাহ নিজ করুণায় আমাকে তাঁর রহমতের ছায়াতলে আশ্রয় দিয়েছেন। তা না হলে অন্ধকারেই পড়ে থাকতাম। আখিরাত কি জিনিস, হয়তাে কখনাে অনুধাবনও করতে পারতাম না। আল্লাহ তাআলা বড় মেহেরবান। আল্লাহ কত বড়, তাঁর রহমত কত বিশাল ও ব্যাপক, তা কখনই বান্দা কল্পনা করেও পরিমাপ করতে পারবে না। আল্লাহু আকবার! সত্যিকার অর্থে বই লেখার কোনাে ইচ্ছে বা নিয়ত ছিল না। আগের কিছু খণ্ড খণ্ড লেখার সঙ্গে নতুন কিছু লেখা মিলিয়ে একমলাটে নিয়ে আসা যায় কি, সে ভাবনা থেকেই এ বই। আমি বাস্তবে লেখিকা নই। মনের ক্যানভাসে ভেসে বেড়ানাে এলােমেলাে অগুছালাে কথাগুলােকে কাগজের পাতায় তুলে ধরার চেষ্টা করেছি। এই বই তাদের জন্যে, যারা আমার এই এলােমলাে কথাগুলােই শুনতে চান। বইটা পড়ার সময় নসীহা নসীহা মনে হতে পারে; তবে সরল সত্য হলাে, নসীহা দেয়ার কোনাে যােগ্যতা আমার নেই। মুসলিম ভাই-বােনদের প্রতি ভালােবাসা থেকে দু-চার কথা বলার চেষ্টা করেছি। নিজেও যেন কথাগুলাের ওপর আমল করতে পারি, সে উদ্দেশ্যেই বলা। আমার অধিকাংশ লেখা আমার নিজেকে সম্বােধন করে লেখা। নিজে যেন আমল করতে পারি, সে নিয়তে কথাগুলাে বলেছি। আমি বিশ্বাস করি, বলতে বলতেই দিলে বসে যায়, সহজে নিজের আমলে উঠে আসে।