১. বইটিতে ঈমান বিষয়ক প্রায় সকল হাদীস একত্রিত করা হয়েছে। এরকম সংকলন বাংলা ভাষায় এটাই প্রথম।
২. হাদীসগুলোকে প্রায় ৯০টি সুবিশাল হাদীসগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ একটি বই পড়লেই পড়া হয়ে যাবে প্রায় ৯০টি হাদীসের কিতাব। সেই সাথে হাজার হাজার হাদীসও জানা হয়ে যাবে।
<p>৩. ঈমান সংক্রান্ত ৪৪৬২টি হাদীস একত্র করে মাত্র ৪৬৯টি হাদীসে পরিণত করা হয়েছে।</p>
৪. প্রতিটি হাদীসের ক্ষেত্রেই ঈমান বিষয়ক একটি প্রামাণ্য হাদীসের টেক্সট উল্লেখ করার পর প্রাসঙ্গিক বাকি হাদীসগুলোকে টীকা আকারে একত্রিত করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাদীসের ভিন্নপাঠও তুলে ধরা হয়েছে।
৫. পাঠকের সুবিধার জন্য পুরো বইটিকে মোট ২৮টি অধ্যায়ে এবং ২৬টি শিরোনামের অধীনে বিন্যস্ত করা হয়েছে।