দুআ বা আল্লাহর কাছে চাওয়া হলাে ইবাদাত বা আল্লাহর দাসত্বের অংশ। আর এই দাসত্বের অনীহা মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়বে। দুআ মুমিন জীবনে আল্লাহ তাআলার অনুপম উপহার। তিনি ওয়াদা দিয়েছেন-আমরা তাঁকে ডাকলে, তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। (দ্রষ্টব্য: সূরা আল-মু'মিন ৪০:৬০) দুআর শক্তি অপরিসীম; কেবল দুআ-ই পারে তাকদীর বা। ভাগ্যের লিখনকে পর্যন্ত বদলে দিতে! (তিরমিযি, ২১৩৯)। মানবজাতির মহান শিক্ষক হিসেবে রাসূল আমাদের শিখিয়েছেন, কখন কীভাবে আল্লাহর কাছে দুআ করতে হয় নিজের প্রয়ােজনের কথা বলতে হয়। রাসূল ﷺ -এর পঠিত ও শেখানাে দুআগুলাে হাদীসের বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইমাম ইবনু তাইমিয়্যা তাঁর (আল-কালিমুত তাইয়িব) গ্রন্থে এসব হাদীস সংকলন করেছেন। ‘আপনার প্রয়ােজন আল্লাহকে বলুন মূলত এরই বাংলা অনুবাদ। আসুন, রাসূল ﷺ-এর শেখানাে পদ্ধতিতে আল্লাহকে ডাকি আমাদের প্রয়ােজনের কথা এমন এক সত্তাকে বলি, যিনি অফুরন্ত ভাণ্ডারের মালিক, যিনি সবকিছুর উপর ক্ষমতাবান।