প্রতিকূল পরিবেশে একটি মেয়ের জন্য দ্বীনের পথে টিকে থাকা মোটেও সহজ নয়। দ্বীনে ফেরার চাইতে এই পথে টিকে থাকতে তাকে অনেক বেগ পেতে হয়। বিশেষ করে পর্দা, হারাম ভালোবাসায় জয়জয়কার পরিবেশে থেকেও এস থেকে বেঁচে থাকা, কলেজ-ভার্সিটিতে পড়েও ফ্রি মিক্সিং থেকে দূরে থাকা, পরিবারের বিপক্ষে যেয়ে দ্বীনি পাত্র বিয়ে করা এবং দ্বীনি সংসার গড়া ইত্যাদি।
.
'উইমেন্স গাইড' এই ক্ষেত্রে সাহিত্যে রসে এবং গল্পে গল্পে উদ্ভুত সমস্যাগুলোর চমৎকার সব সমাধান ও দিকনির্দেশনা দেবে। পরম যত্নে মাথায় হাত বুলিয়ে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বুঝিয়ে দেবে। বইটি লিখেছেন হাফেজা-আলেমা সহ একঝাঁক বোন। সদ্য দ্বীনে ফিরে বিহ্বল হয়ে পড়া, দিশা হারিয়ে ফেলা বোনদের জন্য অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ্।